Home / দেশজুড়ে / ঢাকা / ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দেশজুড়ে ডেস্ক : আর কয়েক দিন পরই ইংরেজি বছরের প্রথম দিন থেকে শুরু হবে এ মেলা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ আয়োজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন।

স্টল-প্যাভিলিয়নের নির্মাণকাজ শেষ। আজই সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরের নির্ধারিত স্থানে সাড়ে ১২ লাখ স্কয়ার ফুট এলাকায় বসবে বাণিজ্য মেলার ২৩তম আসর।

রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার আয়োজক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন।

এবারের মেলায় প্রায় ৫৮৯টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়ন থাকছে।

তাই মেলা উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এবারের মেলায় থাকবে একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি বাণিজ্য তথ্য কেন্দ্র, ৬৫টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ১৬টি সাধারণ প্যাভিলিয়ন, ২৩টি বিদেশি প্যাভিলিয়ন, ছয়টি রিজার্ভ প্যাভিলিয়ন, সাতটি রিজার্ভ মিনি প্যাভিলিয়ন, ৭২টি প্রিমিয়ার স্টল, ১৩টি বিদেশি প্রিমিয়ার স্টল, ২৫৩টি সাধারণ স্টল, ৩১টি খাবারের স্টল, নারীদের জন্য সংরক্ষিত ২০টি স্টল, তিনটি রেস্টুরেন্ট এবং মা ও শিশুদের জন্য তিনটি স্টল।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: