Home / বিনোদন / চলচ্চিত্র / ঢাকায় ফিরে যা বললেন অপু বিশ্বাস

ঢাকায় ফিরে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় ও আলোচিত নায়িকা, শাকিব পত্নি অপু বিশ্বাস কলকাতায় চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। শনিবার রাত ১০টার পর তিনি ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় ফিরে নিজের শরীরর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানান নায়িকা। বলেন, ‘স্রষ্টার কৃপায় ভালোই আছি। চিকিৎসক ওষুধ দিয়েছেন। বলেছেন ভয়ের কিছু নেই। তবে প্রায় মাস দুয়েক পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।’

ছেলেকে তালাবন্দ করে রাখা নিয়ে স্বামী শাকিব খানের অভিযোগের ব্যাপারে অপু বলেন, ‘এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। নতুন করে আর কিছু বলতে চাই না। শাকিব খান বাবা হিসেবে যখন খুশি তখন জয়কে দেখতে আসতে পারে। জয়ও খুশি হবে তার বাবাকে কাছে পেলে।’

অন্যদিকে, দুটি ছবিতে অভিনয় প্রসঙ্গে নায়িকা জানান, ‘দুর্ঘটনার কারণে ‘কাঙাল’ ছবিটি মনে হয় করা হবে না। আর ‘কানাগলি’র শুটিং একটু দেরিতে শুরু হবার কথা থাকলেও সেই সময় পর্যন্ত সেরে উঠতে পারবো কী না তার উপর নির্ভর করছে সবকিছু।’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: