Home / বিনোদন / চলচ্চিত্র / ডিপজলের ‘ওপেন হার্ট’ সার্জারি সোমবার

ডিপজলের ‘ওপেন হার্ট’ সার্জারি সোমবার

বিনোদন ডেস্ক: আগামীকাল ৩০ অক্টোবর সোমবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ‘ওপেন হার্ট’ সার্জারি করা হবে। রবিবার দুপুর তিনটায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার কন্যা অলিজা মনোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আশা করি সকলে ভালোই আছেন। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় আমার বাবার স্বাস্থ্যের অবস্থার বেশ উন্নতি হয়েছে চিকিৎসক এবং সিঙ্গাপুর হাসপাতালের অধ্যাপকদের সহচর্যে। দীর্ঘ এক মাসের বিশ্রাম এবং যত্নআত্তির পর তিনি এখন ‘ওপেন হার্ট’ সার্জারির জন্য প্রস্তুত হয়েছেন। আগামীকাল ৩০শে অক্টোবর অপারেশনের সময় ঠিক করা হয়েছে।’

অসুস্থ ডিপজল যেন দ্রুত সুস্থ হতে পারেন, এজন্য সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা। এর আগে গত ২০ সেপ্টেম্বর বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: