Home / জাতীয় / ডা. মীর মাহবুবুল আলম আর নেই

ডা. মীর মাহবুবুল আলম আর নেই

নিউজ ডেস্কঃ না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম।।

মঙ্গলবার (১২ মে) ভোররাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নাল্লিাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের বিভাগের ডিনের দায়িত্বও পালন করেন।

হাসপাতালের এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকরা জানান, শারীরিক নানা অসুস্থতা নিয়ে গত বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম।। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন। করোনার উপসর্গ কাশি ও শ্বাসকষ্ট থাকায় কয়েকবার তার নমুনা পরীক্ষা করা হয়; ফল প্রতিবারই নেগেটেভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

Check Also

এক মাসে চার বলিষ্ঠ নেতা হারাল আ.লীগ

নিউজ ডেস্ক : এক মাসের মধ্যে সামনের সারির চার নেতাকে হারাল বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল …

%d bloggers like this: