ফিচার ডেস্ক: ডায়নোসরের মধ্যে কয়েকটি প্রজাতি অত্যন্ত হিংস্র ছিল। আর এ ধরনের এক প্রজাতির নাম সাইনোসরপটেরাক্স।
সম্প্রতি গবেষকরা এ ডায়নোসরকে ডাকাত ডায়নোসর হিসেবে আখ্যা দিয়েছেন।
চীনে পাওয়া গেছে সাইনোসরপটেরাক্স (Sinosauropteryx) নামে এ ডায়নোসরের জীবাশ্ম। সম্প্রতি গবেষকরা এ প্রজাতির ডায়নোসরের তিনটি প্রায় অক্ষত জীবাশ্ম পর্যবেক্ষণ করে জানিয়েছেন, এ ডায়নোসরের শরীরের নিচের অংশ ও ওপরের অংশের রঙের একটি বিশেষ প্যাটার্ন ছিল। আর একে তারা কাউন্টার শেডিং বলছেন। এখনও প্রাণীদের মধ্যে এ কাউন্টার শেডিং দেখা যায়।
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন এ ডায়নোসরগুলোতে ‘ব্যান্ডিট মাস্ক’ নামে মুখের একটি বিশেষ রং ছিল। আর এটি তাদের অন্য সব শত্রুর হাত থেকে রক্ষা পেতে নিজেদের লুকিয়ে রাখতে সহায়তা করত। গবেষকরা জানিয়েছেন, টি রেক্সের মতো ডায়নোসরেরও এ ধরনের ব্যাডিট মাস্ক ছিল।
‘ব্যান্ডিট মাস্ক ’ মানুষও ব্যবহার করে।
বিশেষ করে অপরাধীদের চোখ-মুখ ঢাকার জন্য পশ্চিমা অনেকে দেশে এর ব্যবহার রয়েছে।