Home / আর্ন্তজাতিক / ট্রাম্পের জন্য ফিলিপাইনের প্রেসিডেন্টের প্রেমের গান (ভিডিও)

ট্রাম্পের জন্য ফিলিপাইনের প্রেসিডেন্টের প্রেমের গান (ভিডিও)

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে গাইলেন ‘তুমি আমার ঘরে আলো, হৃদয়জুড়ে তুমি।’ গানটা গাইলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য! রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অনুষ্ঠিত আসিয়ানের সম্মেলনে এ ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো নিয়ে গঠিত সংগঠন আসিয়ানের সম্মেলনে নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের সামনে এই গান গাইলেন দুতের্তে।

নৈশভোজের একপর্যায়ে রদ্রিগো দুতের্তে মাইক্রোফোন হাতে নেন। গাইতে শুরু করেন  ফিলিপাইনের একটি প্রেমের গান। ‘তুমি আমার ঘরের আলো, হৃদয়জুড়ে তুমি’ গানের দুই লাইন গাওয়ার সঙ্গে সঙ্গে অতিথিদের উল্লাস শোনা যায়।  যুক্তরাজ্যের কমান্ডার ইন চিফের অনুরোধেই তিনি এই গান গেয়েছেন।

অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দুতের্তে জানান, যুক্তরাজ্যের কমান্ডার ইন চিফের অনুরোধেই তিনি এই গান পরিবেশন করেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৈশভোজে চীন, রাশিয়া, জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফিলিপাইনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন অতিথিরা।

ভিডিওটি….

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: