নিজস্ব প্রতিনিধি: অনলাইন টেলিভিশন SWADESH TV এর উদ্যোগে টেলিভিশন রিপোর্টিং ও সংবাদ উপস্থাপনার ওপর তিন মাস ব্যাপী বাস্তবমুখী কোর্স শুরু হতে যাচ্ছে। ১৫ ডিসেম্বর এ কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। দেশের বিভিন্ন টেলিভিশনের সাবেক বার্তা প্রধান কোর্সের ক্লাস গ্রহন করবেন।
মূল প্রশিক্ষক আরটিভি, দিগন্ত, মোহনা ও এসএ টিভি’র সাবেক বার্তা প্রধান এবং এটিএন বাংলার সাবেক সংবাদ উপস্থাপক আহসান উদ-দৌলা মারুফ। সাথে থাকবেন বিভিন্ন টেলিভিশনের প্রতিষ্ঠিত সংবাদ উপস্থাপক ও সাংবাদিকরা। আসন সীমিত (প্রতি ব্যাচে মাত্র ১৫ জন শিক্ষার্থী)
কোর্সে যারা ভালো করবেন ভবিষ্যতে তারা SWADESH TV তে নানা অনুষ্ঠানে কাজের সুযোগ পাবেন।
ক্লাস শুরু ১৫ ডিসেম্বর-২০১৭
ভর্তির শেষ তারিখঃ ০৯ ডিসেম্বর-২০১৭
আবেদন ফরম ও ভর্তি ফী ১,০০০/- (এক হাজার টাকা)
কোর্স ফী ১০,০০০/- (দশ হাজার টাকা)
যোগাযোগঃ
SWADESH TV
বাড়ি- ০৩ (লিফটের লেভেল ৬), রোড- ০৪, ব্লক-এফ, বনশ্রী, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
ফোনঃ 01552490212, 01911131872
যোগাযোগের সময়ঃ দুপুর ১২-সন্ধ্যা ৬টা (শনি থেকে বৃহস্পতিবার)