Home / বিনোদন / বলিউড / টেনডুলকার হতে চাই না সিনেমার

টেনডুলকার হতে চাই না সিনেমার

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আয়-রোজগার কম নয়।   তিন খান এখনো সেরাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। শাহরুখ, সালমান আর আমির খানের মধ্যে হিট ছবি দেওয়ার একটা অঘোষিত প্রতিযোগিতা চলছেই। তবে এ দৌড়ে আগ্রহ নেই ইরফান খানের। ছবির সংখ্যার প্রতি এই খানের কোনো আকর্ষণ ডন এ জানান, আমি এই অংশে আসলে যেতে চাই না। আমি শচীন টেনডুলকার নই যে প্রতি ম্যাচে সেঞ্চুরি স্কোর করব। একজন অভিনেতা হিসেবে নিজের কাজ যত্নের সঙ্গে করতে চাই। পুরোপুরি বাণিজ্যিক অংশে জুড়ে যেতে চাই না। আবার এসব বলে কারো বিষয়ে অশোভন কিছু ইঙ্গিত করছি না।
প্রত্যেককে তাই করা উচিত যা তার সঙ্গে মানিয়ে যায়। সংখ্যার খেলা আমার সঙ্গে খাপ খায় না।

যেহেতু ছবির বাণিজ্যিক বিষয়ে ততটা আগ্রহী নন তিনি, কাজেই কেউ ভাবতে পারেন যে ছবি নিয়ে তার টেনশন কম। আসলে মোটেও তা নয়। তার প্রতিটা ছবি মুক্তির আগে স্নায়বিক চাপ যথেষ্ট ভোগ করেন। একই চাপ অনুভব করেছেন যখন গতকাল তার ‘কারিব কারিব সিঙ্গেল’ ছবিটি প্রেক্ষেগৃহে এসেছে। এটি পরিচালনা করেছেন তনুজা চন্দ্র।

অনায়াসে বললেন, প্রতিটা মুক্তির আগে উদ্বেগে ভুগি। কিন্তু ভালো জিনিসটা হলো, এই উদ্বেগ সময়ের সঙ্গে কমে আসে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: