Home / বিনোদন / টেলিভিশন / টিয়া বিক্রেতা ইরফান সাজ্জাদ

টিয়া বিক্রেতা ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক : প্রযুক্তির এই যুগে মানুষ এখন বেশিরভাগ সময়ই ভাব-আদান প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে বার্তা পাঠিয়ে।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হেমন্তের বিহ্বল পাখিগুলো’ নাটক। মাহমুদ দিদারের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি নাটকের শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। নাটকে দু’জনে থাকছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।

পরিচালক মাহমুদ দিদার বাংলানিউজকে বলেন, ‘এই নাটকের প্রধান চরিত্রে রয়েছে একটা টিয়া পাখি। গল্পের এক পর্যায় সে কথা বলা শিখে যায়। বিষয়টা জানাজানি হলে পাখিটাকে নিলামে ওঠানো হয়। বাকি গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন’।

আর ইরফান সাজ্জাদ বলেন, ‘গল্পটা খুব আকর্ষণীয়। নাটকটা দেখলে বুঝতে পারবেন একটা পাখি কিভাবে একজন মানুষের অনেক ভালো বন্ধু হয়ে যায়। কাজটা আমি বেশ উপভোগ করেছি। এই ধরনের গল্প খুবই কম হয়। নাটকটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলে আমি আশাবাদী’।

শিগগির যে কোনো টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা মাহমুদ দিদার।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: