Home / জাতীয় / টিভিতে বিড়ি টেনে ভাইরাল নানক

টিভিতে বিড়ি টেনে ভাইরাল নানক

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের ধুমপানের একটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সকালে কয়েকশ’ ফেসবুক আইডি, পেজ ও গ্রুপে ছবিটি দেখা যায়।

ছবিটি বেসরকারি টেলিভিশন ৭১ থেকে সংগ্রহ করা হয়েছে। ৭১ টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠান চলছিল। এতে, স্টুডিওতে উপস্থাপক সহ মোট তিনজন উপস্থিত ছিলেন। আর, বাসা/অফিস থেকে লাইভে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীর কবীর নানক। এসময় তার মুখে সিগারেট দেখা যায়।

একটি লাইভ অনুষ্ঠানে এভাবে ধুমপান করার ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে।

Check Also

চালের দাম কমলেও ব্যবসায়ীরা বিক্রি করছেন আগের দামেই

নিউজ ডেস্ক :  পাইকারি বাজারে চালের দাম কমলেও তার কোনো প্রভাব পড়ে না খুচরা বাজারে। অথচ …

%d bloggers like this: