Home / বিনোদন / বলিউড / টাইগার শ্রফ-দিশা পাটানির বিয়ের গুজব!

টাইগার শ্রফ-দিশা পাটানির বিয়ের গুজব!

বিনোদন ডেস্ক : যেন বিয়ের হাওয়া লেগেছে। বিরাট-আনুশকা, জহির খান-সাগরিকার পর এবার বিয়ে করে ফেলেছেন আরও এক জুটি।

তাও আবার গোপনে। শোনা যাচ্ছে, গোপনে নাকি বিয়ে সেরেছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। একটি ভিডিও ভাইরাল হতে রীতিমতো হইচই পড়ে গেছে ইন্টারনেটে।

সম্প্রতি দিশা ও টাইগারকে ছুটি কাটাতে দেখা গেছে শ্রীলঙ্কায়। সেখানে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছে বলেই জানা যায়। কিন্তু, এর মধ্যে বিয়েটা কবে করলেন তাঁরা?

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা যাচ্ছে দিশাকে মালা পরাচ্ছেন টাইগার। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

অবশ্য পরে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি দিশা ও টাইগারের বাগি ২ ছবির। শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত বাগির সিকুয়াল বাগি ২।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: