Home / বিনোদন / বলিউড / টাইগারের নতুন গান ২৪ ঘণ্টায় ১৩ কোটি

টাইগারের নতুন গান ২৪ ঘণ্টায় ১৩ কোটি

বিনোদন ডেস্ক : গান রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই তা ইন্টারনেটে দেখে ফেলেছেন সাড়ে বারো কোটির বেশি দর্শক। এই গান মুক্তির আগে উত্তাপ বাড়াতে সালমান-ক্যাটরিনা নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত ছিলেন। গানের কম্পোজার মেঘদীপ বসু সাড়ে নয় মাসের চেষ্টায় গানটি তৈরি করেছেন। গানে সুর দিয়েছেন বিশাল-শেখর।

অ্যায় দিল হ্যায় মুশকিল, কাবিলের মতো ছবির মিউজিক তৈরি করেছেন। ২২ ডিসেম্বর মুক্তি পাবে টাইগার জিন্দা হ্যায়। তার আগে এই গান এবার ডিসেম্বরের বিভিন্ন পার্টিতে ছেয়ে যেতে চলেছে নিঃসন্দেহে বলা যায়।

দিকে এই গানের শ্যুটিংয়ে দারুণ পরিশ্রম করেছেন ক্যাটরিনা। ইতিমধ্যেই স্যোয়াগে-র প্রস্তুতির ভিডিওয় সোশ্যাল সাইটে ঘুরছে। প্রচণ্ড হাওয়ার মধ্যে হয়েছিল গানের শ্যুটিং।
যাতে রীতিমতো নাকের জলে, চোখের জলে হওয়ার অবস্থা হয়েছিল ক্যাটরিনা এন্ড কোং-এর।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: