Home / বিনোদন / বলিউড / ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে স্লোগান

ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে স্লোগান

বিনোদন ডেস্ক : জয়পুর থেকে ২০ কিলোমিটার দূরে নাহারগড় ফোর্ট থেকে উদ্ধার হয় মৃতদেহটি।

গতকাল দুপুরে নাহারগড় ফোর্টের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

সেখানে পাথরের ওপর লেখা ছিল পদ্মাবতী বিরোধী একাধিক স্লোগান।

তাতে একটি স্লোগানে বলা হয়েছে, পদ্মাবতীর বিরোধিতা করছি। দ্বিতীয়টিতে লেখা, আমরা পুতুল পোড়াই না। হত্যা করি।

অন্যদিকে গতকাল পদ্মাবতী নিয়ে করনি সেনার বিশেষজ্ঞ প্যানেল তৈরির আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: