Home / বিনোদন / চলচ্চিত্র / ‘ঝিলিক’ বাংলাদেশের হলে বসে ছবি দেখবেন

‘ঝিলিক’ বাংলাদেশের হলে বসে ছবি দেখবেন

বিনোদন প্রতিনিধি: ডায়েল রহমান পরিচালিত ‘হৈমন্তী’ ছবিতে কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘মা’ নাটকের ঝিলিক হিসেবে পরিচিত তিথি বসু অভিনয় করেছেন। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
বাংলাদেশে এটি মুক্তি পাবে আগামী বছর। সে সময় বাংলাদেশে এসে দর্শকদের সঙ্গে ছবিটি দেখবেন বলে জানিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী তিথি।

তিথি বলেন, এটি আমার জন্যই গল্পটা রচনা করা হয়েছে গল্পটা পড়ে আমার এমন অনুভূতিই হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি গল্পের সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যের বিষয়। ছবিটি যখন মুক্তি পাবে তখন আমি অবশ্যই বাংলাদেশে থাকবো। আমি বাংলাদেশের দর্শকদের সাথে বসে ছবিটি উপভোগ করতে চাই।

তিথি বসু এর আগে ভারতে প্রসেনজিতের সঙ্গে ‘বন্ধু’, মিঠুন চক্রবর্তীর বিপরীতে ‘মহাগুরু’ ও তাপস পালের সঙ্গে ‘ঢাকী’, ‘প্রিয়তমা’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। রাইসা ফিল্মের প্রযোজনায় ‘হৈমন্তি’ ছবির চিত্রনাট্য করেছেন ডায়েল রহমান। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সকাল রাজ, কাজী উজ্জ্বল, দীপক, আবদুল রহমান কাদিরিসহ অনেকে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: