দেশজুড়ে ডেস্ক: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে চার বিএনপিসহ ১৭ জন, হরিণাকুণ্ডু থেকে এক বিএনপিসহ চারজন, শৈলকুপা আটজন, মহেশপুর থেকে দুই জন ও কোটচাঁদপুর থেকে এক জামায়াতসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।