Home / দেশজুড়ে / ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল-আমিন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় মাদ্রাসা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পরিচালক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছালেহ। সহকারী পরিচালক ছিলেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা নেছার উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি এন এস কামিল মাদরাসার মুফতি মাওলানা আঃ কাদের, চড় কালেখান কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, বাগিয়া আল আমিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান।

এতে প্রথম স্থান অধিকার করে ঝালকাঠি এন এস কামিল মাদরাসার ছাত্র মোঃ নুরুল কারীম, দ্বিতীয় স্থান অধিকার করে ইসলামাবাদ বহুমুখী কামিল মাদরাসার ছাত্র মোঃ মহিউদ্দিন ও তৃতীয় স্থান অধিকার করে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র মোঃ শরীফ হোসেন। অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্য থেকে ৯ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও ব্যাগ দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে সার্টিফিকেট ও ব্যাগ দেয়া হয়। এসময় বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: