Home / দেশজুড়ে / চট্টগ্রাম / ঝর্ণার পানিতে ভেসে গেলেন দুই পর্যটক

ঝর্ণার পানিতে ভেসে গেলেন দুই পর্যটক

নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় ঝর্ণায় গোসল করতে নেমে শহিদুল ইসলাম (৩০) এবং হোজগাতুন বনি (৩২) নামে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার তিন পাসাইতার ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন তারা।

হোজগাতুন বনি কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। আর শহিদুল হক পেশায় একজন ফটোগ্রাফার। তার বাড়ি চট্টগ্রামে।

রুমা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, তিন পাসাইতার ঝর্ণা দুর্গম হওয়ায় ওইখানে পর্যটক যাওয়া নিষেধ রয়েছে। কিন্তু ছয় পর্যটক নিষেধ অমান্য করে অন্য উপজেলার ছড়ার মাধ্যমে ওই এলাকায় যায়। বিকেলে ছয়জনই ঝর্ণায় গোসল করতে নামলে তাদের মধ্যে দুজন স্রোতে ভেসে যায়। স্রোতে ভেসে যাওয়ার বিষয়টি দেখে তার বন্ধুরা।

এদিকে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তবে আগামীকাল সকালে তাদের উদ্ধারের জন্য চট্টগ্রামের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের সঙ্গে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন এবং সাবেক চার শিক্ষার্থীকে ওই এলাকার চাকমাপাড়ায় রাখা হয়েছে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: