Home / জাতীয় / জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: সাইক্লোন ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

৮ নভেম্বর, শুক্রবার রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক তাইজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মু. জিয়াউল হক জানান, সাইক্লোন ‘বুলবুল’ এর কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তাইজুল হক বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন ‘বুলবুল’ শনিবার বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সাইক্লোন ‘বুলবুল’ এর আঘাতের আশঙ্কায় পটুয়াখালীর পায়রা, খুলনার মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজারে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: