Home / বিনোদন / টালিউড / জীবনানন্দের ‘লাবণ্য’ জয়া আহসান

জীবনানন্দের ‘লাবণ্য’ জয়া আহসান

বিনোদন ডেস্ক: ‘ঝড়া পালক’ ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। বর্তমানে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন জয়া। কলকাতার আহিরীটোলায় ছবিটির শুটিং হচ্ছে। কবি জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়ন্তন চট্টোপাধ্যায়।

ছবিতে আরো অভিনয় করছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল। ছবিটিতে জীবনানন্দ দাশের দুটি বয়সের চরিত্রে তাঁরা অভিনয় করছেন। এ ছাড়া অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, দেবশঙ্কর হালদার প্রমুখ।

কলকাতার এক গণমাধ্যমে পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায় জানান, ব্রাত্য বসুর সঙ্গে জীবনানন্দ দাশের অসম্ভব মিল রয়েছে। পাশাপাশি দুজনের ছবি রাখলে তাঁর এমনটিই মনে হয়।

অন্যদিকে, লাবণ্য দাশের চরিত্রে বাংলাদেশের জয়া আহসানকে উপযুক্ত মনে করেছেন তিনি।

ছবিটির বেশিরভাগ শুটিং কলকাতার বিভিন্ন লোকেশনে হবে। তবে বাংলাদেশে জীবনানন্দ দাশের বাড়ি বরিশালেও কিছু দৃশ্যের শুটিং হওয়ার সম্ভাবনা আছে বলে জানান পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায়।

‘ভাওয়াল সন্ন্যাসী’ নামে আরো একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। ছবিটি কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করবেন। ছবির শুটিং বাংলাদেশের গাজীপুরে হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে গত সেপ্টেম্বরে সর্বশেষ জয়া আহসানের ‘খাঁচা’ ছবিটি মুক্তি পেয়েছিল। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন আকরাম খান। ছবিতে জয়ার ‘সরোজিনী’ চরিত্রটি সর্বমহলে প্রশংসিত হয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: