Home / খেলাধুলা / জাদুকর মেসির নতুন স্টাইলের রহস্য উযাপন

জাদুকর মেসির নতুন স্টাইলের রহস্য উযাপন

স্পোর্টস ডেস্ক:  এতদিন মেসির গোল উদযাপনটা সাদামাটাই ছিল।  চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জেতালেন বার্সেলোনাকে।

কিন্তু শনিবার সন্ধ্যায় দেখা গেল অন্য আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অন্য রূপ। সান্তিয়াগো বার্নাব্যুতে দু হাত তুলে নিজের গোল উদযাপন করলেন মেসি।

রিয়ালের মাঠে মেসির উদযাপনটা একটু ব্যতিক্রমই হয় সাধারণত। গত মৌসুমে শেষ মুহূর্তে গোলের পর জার্সি তুলে ধরেছিলেন।

এবার শনিবার রাতে ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর নতুন রূপে উদযাপন করলেন মেসি।

গ্যালারির সামনে গিয়ে দর্শকদের সামনে কুর্নিশ করতে করতে প্রথমে একটা চুমু, তারপর আস্তে আস্তে দুহাত মাথার ওপরের দিকে দুদিকে উঁচিয়ে ধরলেন!

এমন দুর্দান্ত উদযাপনে দর্শকদেরকেই যেন প্রাপ্য সম্মানটা দিয়ে দিলেন মেসি। খেলা বলুন আর নাটক-গানই বলুন, দর্শকরাই তো সব।

দর্শক না থাকলে তার বাঁ পায়ের জাদু দেখবে কে? আর্জেন্টাইন জাদুকর আরও একবার যেন সবাইকে মনে করিয়ে দিলেন সেই চিরন্তন সত্য কথাটি- দর্শকই ঈশ্বর।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: