Home / বিনোদন / চলচ্চিত্র / জন্মদিনে স্বামীর হাতের রান্না

জন্মদিনে স্বামীর হাতের রান্না

বিনোদন প্রতিনিধি:    গতকাল ছিল মাহিয়া মাহির জন্মদিন। পুরো দিনটা স্বামীর সঙ্গেই কাটিয়েছেন এই অভিনেত্রী।

কিছু সময়ের জন্য অবশ্য ভক্তদের সময় দিয়েছেন, তবে সেখানেও ছিলেন স্বামী পারভেজ অপু। বাকি সময়টা কাটিয়েছেন বাসাতেই। নিজের হাতে বিভিন্ন

পদ রান্না করেছেন অপু। আর সেটা খুব আত্মতৃপ্তি নিয়ে খেয়েছেন মাহি। কাল বিকেলে মাহি বলেন, ‘প্রতিবছর ঘরোয়াভাবেই জন্মদিন পালন করি। এদিন

কোনো পার্টি বা হৈ-হুল্লোড় করতে ভালো লাগে না। গত বছর থেকে অপু আমাকে এই দিনটায় বিভিন্ন ধরনের সারপ্রাইজ দেয়। এবার শুরু হয়েছে রান্নাবান্না

দিয়ে। সন্ধ্যায় নাকি আরো সারপ্রাইজ অপেক্ষা করে আছে আমার জন্য। দেখি, বউকে সে আর কিভাবে সারপ্রাইজ দেয়!’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: