Home / বিনোদন / বলিউড / জন্মদিনে বিপাশাকে শুভেচ্ছা জানালেন এক্স বয়ফ্রেন্ড

জন্মদিনে বিপাশাকে শুভেচ্ছা জানালেন এক্স বয়ফ্রেন্ড

বিনোদন ডেস্ক: পুরনো ছবি দিয়ে বিপাশাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেতা দিনো মরিয়া।

টুইটার হ্যান্ডেলে বিপাশার সেই ছবি শেয়ারও করেন দিনো। সালটা ছিল ১৯৯৬ থেকে ২০০২।

প্রথমে একসঙ্গে মডেলিং তারপর ব্লকবাস্টার ‘রাজ’, দিনোর সঙ্গে বাঙালি কন্যে বিপাশার অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনের রসায়নও ছিল জমজমাট।

কিন্তু, জন আব্রাহাম-এর হাজিরায় শেষ পর্যন্ত দিনোর সঙ্গে বিপাশার বিচ্ছেদ হয়েই যায়।

কিন্তু, বিচ্ছেদের পর বন্ধুত্বে যে ভাটা পড়েনি, তা বিপাশার বিয়ের সময়ই প্রমাণিত হয়।

করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়ের সময় সেখানে হাজির হন দিনো।

রাজ-এর পাশাপাশি চেহরা, গুনাহ, ইসক হ্যায় তুমসে-র মত একাধিক সিনেমায় দিনোর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে বিপাশা বসুকে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: