Home / ফিচার / জকি ঘোড়াকে ঘুষি মেরে শাস্তি

জকি ঘোড়াকে ঘুষি মেরে শাস্তি

ফিচার ডেস্ক: প্রাণী অধিকার সংস্থাগুলো বলেন এ ঘটনায় শাস্তির পরিমাণ কম হয়েছে । গরু-ঘোড়াকে যারা অহরহ মারধর করেন তাদের জন্য এটি উদাহরণ। কারণ অস্ট্রেলিয়ার ১ রেসের ঘোড়ার জকি তার ঘোড়াকে ঘুষি মেরে শাস্তির মুখোমুখি হলেন। সম্প্রতি এ ঘটনার ভিডিও প্রকাশিত হলে তাতে সেই ঘোড়ার জকির ঘোড়ার প্রতি বাজে আচরণের প্রমাণ পাওয়া যায়। দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক ঘোড়ার রেসের জন্য ঘোড়া নিয়ে যাচ্ছিলেন ডায়লান ক্যাবোচি নামে ২২ বছর বয়সী সেই জকি। ভিডিওতে দেখা যায়, তিনি ঘোড়াটিকে চালিয়ে নির্দিষ্ট গেটের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঘোড়াটিকে তিনি ঠিকভাবে নিতে পারছিলেন না। এরপর হঠাৎ বিরক্ত হয়ে তিনি ঘোড়া থেকে নেমে তার পাঁজরে ঘুষি মারেন। ঘটনাটির ভিডিও প্রকাশিত হলে ঘোড়া রেস কর্তৃপক্ষ জানায় তারা এ বিষয়টিকে হালকাভাবে দেখছে না এবং এ আচরণও ক্ষমা করা হবে না। এরপর সে জকিকে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়।  কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ শাস্তি সেই জকির রেকর্ড বইতে তোলা থাকবে এবং তার ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে প্রভাব পড়বে এবং এটি অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

 

Check Also

বিজ্ঞান ও ধর্মগ্রন্থসমূহে করোনাভাবনা

নিউজ ডেস্ক: কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী নয়। পারমাণবিক বোমার হুমকি নয়। পৃথিবীব্যাপী একটাই ত্রাস, করোনাভাইরাস। …

%d bloggers like this: