বিনোদন প্রতিনিধি : নিরব হোসেন ও তমা মির্জার আসছে ৩ নভেম্বর শুক্রবার নিজেদের মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র গেম রিটার্নস-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর সেই এবার প্রচারণায় অংশ নিলেন লোক গানের শিল্পী কুদ্দুস বয়াতি। দর্শকদের হলে গিয়ে গেম রিটার্নস দেখতে বললেন জনপ্রিয় এই লোক গানের শিল্পী।
একটি ফটোশুটের অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসেন, তমা মির্জা ও কুদ্দুস বয়াতি। এ সময় তমার ফেসবুক থেকে লাইভে আসেন নিরব ও তমা। লাইভ চলাকালীন সময়ে সেই স্থানে আসেন কুদ্দুস বয়াতি। তিনি দর্শকদের উদ্দেশে প্রথমে তার জনপ্রিয় একটি গান গেয়ে শোনান। পরে বাংলা চলচ্চিত্রের প্রতি শুভ কামনা জানিয়ে সিনেমা হলে গিয়ে দর্শকদের গেইম রিটার্নস দেখার আহবান জানান।
কুদ্দুস বয়াতি বলেন, ‘এখন বাংলাদেশের হলগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। এভাবে সিনেমা হল বন্ধ হয়ে গেলে আমাদের সংস্কৃতি শেষ হয়ে যাবে। ছেলে-মেয়েরা আনন্দ নিয়ে সিনেমা হলে গিয়ে একসঙ্গে বসে ছবি দেখবে তবেই না মজা হবে আলাদা।