Home / আইন-আদালত / ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ‍ছুটিতে যেতে চাইছেন। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যতদূর জানি, উনি (বিচারপতি সিনহা) আগামীকাল থেকে ছুটিতে যাবেন।

বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. ওয়াহহাব মিয়া।

বিচারপতি সিনহার চাকরির আরো তিন মাস বাকি আছে। আগামী জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: