দেশজুড়ে ডেস্ক: ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব ওই তিন সদস্যকে আটক করে।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রউছউদ্দিনের নেতৃত্বে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে র্যাব। এরা হলো, মাগুরা জেলার সত্যজিৎপুরের বাদল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (২৬), ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার আব্দুল করিম শেখের ছেলে জাকির হোসেন এবং মাদারীপুরের খোকন খানের ছেলে হানিফ খান (২৩)।
কোম্পানি অধিনায়ক মো. রইছউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র রোগীর স্বজনদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাই করছিল। অভিযোগ পেয়ে আজ অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।