দেশজুড়ে ডেস্ক: ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই চান মিয়া মহাজনের (৪৫) ছুরিকাঘাতে বড় ভাই সাইদুর রহমান (৫৫) খুন হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর ও ঘাতক চান মিয়া পুটিমারি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাইদুরের একটি ছাগল তারই ছোট ভাই চান মিয়ার ধান ক্ষেতে যায়। পরে চান মিয়া বড় ভাই সাইদুরের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চান মিয়া বড় ভাই সাইদুরকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনায় জড়িত চান মিয়াকে আটকে পুলিশ তৎপর রয়েছে।