Home / বিনোদন / অনুষ্ঠান / চ্যানেল আই সেরাকণ্ঠ মাতাচ্ছে কুয়েত প্রবাসী ফাতেমা

চ্যানেল আই সেরাকণ্ঠ মাতাচ্ছে কুয়েত প্রবাসী ফাতেমা

 সম্প্রতি ফাতেমা কুয়েতে ফিরেই রোববার কুয়েত সিটির স্থানীয় হোটেলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

শিল্পী ফাতেমার বাড়ি ঢাকার মানিকগঞ্জে। বাবা কুয়েত প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রহমান। কুয়েতের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনা করেন ফাতেমা। বাবার অনুপ্রেরণায় দেশে বিদেশে সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছে তিনি।

ফাতেমা বলেন, গানের প্রতি ভালবাসা আমার ছোটবেলা থেকে। কুয়েতে আমি আমার আন্টি, কাকার কাছে গানের চর্চা করি। আমার জন্য দোয়া করবেন যেন সব কুয়েত প্রবাসী বাংলাদেশির মুখ উজ্জ্বল করতে পারি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: