Home / বিনোদন / বলিউড / চুরি গেল হেমা মালিনীর গয়না

চুরি গেল হেমা মালিনীর গয়না

বিনোদন ডেস্ক: চুরি হলো হেমা মালিনীর গয়না ও সাজের জিনিসপত্র। পুলিশ জানিয়েছে, জুহুর একটি গোডাউনে রাখা ছিল হেমার ইমিটেশনের গয়না ও সাজের জিনিস। নয় নয় করে খোয়া যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে সেই গোডাউনে আসেন অভিনেত্রীর ম্যানেজার। তার আগে সেখানে কর্তব্যরত কর্মীকে ডাকাডাকি করেন। তবে সাড়া পাননি। একপ্রকার বাধ্য হয়ে সেখানে আসতে হয় তাঁকে। এসে দেখেন, খোয়া গেছে ইমিটেশনে গয়না সহ আরও অনেককিছুই। ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে গোডাউনে কর্তব্যরত কর্মী নিখোঁজ। তাঁর সন্ধান চলছে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান, গোডাউন পরিষ্কার করতে এসে চুরি করে চম্পট দিয়েছেন সেই কর্মী। তদন্তের অগ্রগতির স্বার্থে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে করা হচ্ছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: