Home / আর্ন্তজাতিক / চীনের সাবেক জেনারেলের আত্মহত্যা

চীনের সাবেক জেনারেলের আত্মহত্যা

আর্ন্তজাতিক ডেস্ক : দুর্নীতিতে জড়িয়েছিলেন, এমন অভিযোগে তদন্ত চলছিল অবসরপ্রাপ্ত সিনিয়র জেনারেল ঝ্যাং ইয়াংয়ের বিরুদ্ধে।

তবে তদন্ত চলাকালেই আত্মহত্যা করেছেন সেই সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

গত ২৩ নভেম্বর বিকালে ঝ্যাং ইয়াং নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

তিনি চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ছিলেন ওই কর্মকর্তা। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক সামরিক কর্মকর্তা জেনারেল গুয়ো বক্সিয়ং ও জু কাইহউয়ের সঙ্গে যোগাযোগ ছিল অভিযোগে নিহত ঝ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত চলছিল।

এর মধ্যেই তিনি আত্মহত্যা করলেন।

সিনহুয়া জানায়, দুর্নীতিবিরোধী কমিশনের তদন্ত থেকে জানা গেছে- ঝ্যাং ইয়াং গুরুতরভাবে নিয়মানুবর্তিতা লঙ্ঘন করেছেন।

ঘুষ আদান-প্রদানকারী হিসেবে তিনি সন্দেহভাজনের তালিকায় ছিলেন।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: