Home / দেশজুড়ে / চট্টগ্রাম / চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

দেশজুড়ে ডেস্ক: সাতক্ষীরায় ইমান আলী (৫৫) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেলচালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী আলিপুরের মৃত ঝিনু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, ইমান আলী ভাড়ায়চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে। পরে আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় গিয়ে চালককে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তিনি আরো জানান, ইমান আলীর মাথায় ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: