আন্তর্জাতিক ডেস্ক: চীনের বাড়বাড়ন্ত থামাতে আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় জাপান। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো।
সময় নষ্ট না করে সেই লক্ষ্যে কাজ যে শুরু করে দিয়েছে জাপান তা বোঝা যায় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে ফিরে এসেই সিন জো অ্যাবের প্রথম বিদেশ সফরের দিকে লক্ষ্য রাখলে। ৬ নভেম্বর আমেরিকায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি।
সাক্ষাৎকারে জাপানের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, চারটি দেশের মধ্যে ফ্রি ট্রেড ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলাই হবে বৈঠকের মূল লক্ষ্য। চীনকে রুখে দক্ষিণ-পূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়ায় ব্যবসা বাড়ানোই হবে চার দেশের অন্যতম কাজ।
এছাড়া এশিয়া ও আফ্রিকার মধ্যে বেশিমাত্রায় বিনিয়োগ করার বিষয়টিও উঠে আসবে আলোচনায়। চীনা গণমুক্তি বাহিনী দক্ষিণ চীন সাগরে সাবমেরিনের একটি বহর মোতায়েন করেছে। এই সমস্ত সাবমেরিনকে চীনের গণমুক্তি ফৌজের দক্ষিণ চীন সাগরের নৌবহরের আওতায় মোতায়েন করা হয়েছে।