Home / জাতীয় / চার দিনের সফরে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সফরে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: আজ রবিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিজের গ্রামের বাড়িতে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে একটি হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা দিবেন রাষ্ট্রপতি। স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় মিঠামইন উপজেলার আবদুল হামিদ মিলনায়তনে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

এ ব্যাপারে রাষ্ট্রপতির প্রেসসচিব মোহম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ রবিবার চার দিনের সফরে কিশোরগঞ্জে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। ‘

এও জানা গেছে, চার দিনের সফরকালে তিনি বাজিতপুর কলেজ, কটিয়াদি পাইলট মডেল হাই স্কুল ও জেলার কিশোরগঞ্জ সার্কিট হাউসে কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন। বুধবার বিকেলে ঢাকায় ফিরে আসবেন রাষ্ট্রপতি।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: