শাফিউল মুজনাবিন: রাজধানীর চানঁখালপুলে নিমির্ত সিটি কর্পোরেশন মার্কেটের ছাতিম গাছটি আজ বৃহস্পতিবার দুপুরে ভারসাম্য হারিয়ে ফেলায় রাস্তার উপর কাত হয়ে পরে। পরে তা দক্ষিন সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্ঠায় অপসারন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে মাকের্টের নির্মান কাজের কারনে এই দূর্ঘটনাটি হয়, তবে কেউ আহত কিংবা তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাত রং জেন্টস্ পার্লার এন্ড সেলুনের সাইন বোর্ড লাইট ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়।
পরে আনুমানিক তিনটায় সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের যৌথ টিম এসে অত্যন্ত দক্ষতার সাথে ক্ষতিগ্রস্থ ছাতিম গাছ অপসারন ও উদ্ধার কাজ পরিচালনা করে। এসময় পথচারী ও যানবাহন চলা চলে বিঘ্ন ঘটে।