Home / দেশজুড়ে / চট্টগ্রাম / চাঁদপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

চাঁদপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

দেশজুড়ে ডেস্ক : বাচ্চা শিশুর অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ এবং মৃত্যু ঝুঁকি কমাতে আজ শনিবার চাঁদপুরে তিন লাখ নয় হাজার ৬১৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ শনিবার সকালে শহরের শপথ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিক্যাল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরী।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের মতো চাঁদপুরেও ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৪২৪ জন শিশু এবং দুই লাখ ৭৪ হাজার ১৯২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই জন্য চাঁদপুরের ৮ উপজেলা, দুইটি পৌরসভার দুই হাজার ২৬১ কেন্দ্রের প্রায় একহাজার স্বাস্থ্যকর্মী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: