Home / দেশজুড়ে / চাঁদপুরে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

চাঁদপুরে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

দেশজুড়ে ডেস্ক:   নৌপথে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা এবং গত ৫ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সংগঠনের নেতা হারুনুর রশিদের নেতৃত্বে নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের ষোলঘরে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যায়। এ সময় শ্রমিকরা তাদের ওপর হামলা, চাঁদাবাজি বন্ধের দাবিতে স্লোগান দেন। পরে তারা সেখানে ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকা নদীবন্দর শাখার সভাপতি হারুনুর রশিদ ও চাঁদপুরের সাধারণ সম্পাদক রৌশান আলী। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর সরকার, মো. ইদ্রিস প্রমুখ।

নৌযান শ্রমিক ফেডারেশন নেতারা জানান, নৌযান শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী গত কিছুদিন ধরে প্রকৃত শ্রমিকদের চাঁদাবাজি, তাদের ওপর হামলা এবং ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে। এসব ঘটনার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: