Home / জাতীয় / চট্টগ্রাম-বান্দরবানে মৃদু ভূকম্পন

চট্টগ্রাম-বান্দরবানে মৃদু ভূকম্পন

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ৫ থেকে ৬ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে অনেক এলাকায় লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে।

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেলেও কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে পার্বত‌্য জেলা বান্দরবানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিনের ফালাম থেকে ৩৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। আর ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: