Home / জাতীয় / ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: অতি ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মাদারীপুর: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মধ্যরাতের পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো।

পরে ভোরের দিকে কুয়াশার তীব্রতা আরো বেড়ে যাওয়ায় নদীর চ্যানেল ও বিকন বাতিসহ কিছুই দেখা যাচ্ছিল না।

এসময় দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার দিকে নৌ-রুটে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে আটকা পড়েছে ৩টি ফেরি। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন।

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারাপারে ৫ শতাধিক যানবাহন

পারাপারের অপেক্ষায় রয়েছে।

এছাড়া মাঝনদীতে ছোটবড় যানবাহন নিয়ে আটকা পড়েছে একটি ফেরি।

কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় এই রুটে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: