Home / বিনোদন / টালিউড / ঘনিষ্ঠ হতে গিয়ে নার্ভাস স্বস্তিকা মুখোপাধ্যায়

ঘনিষ্ঠ হতে গিয়ে নার্ভাস স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক : স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ হইচই ফেলে দিয়েছে টালিগঞ্জে। সেখানে স্বস্তিকার চরিত্র উমা বৌদি।

স্বস্তিকাকে সবাই বৌদি বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে।

উমা বৌদির অন্তরঙ্গতায় যেখানে নার্ভাস হচ্ছে উনিশ-কুড়ি, তখন তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে!

স্বস্তিকার কথায়, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম।

আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি কম্পন অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল।

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: