Home / খেলাধুলা / গ্লাভস হাতে অনন্য রেকর্ড গড়লেন মুশফিক

গ্লাভস হাতে অনন্য রেকর্ড গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নতুন এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসের ৫ম উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করলেন মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করেছেন আরো আগেই। তবে সেসব ছিল একজন পূর্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবেও। ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচে কিপিং গ্লাভস ছাড়াই মাঠে নামতে দেখা গিয়েছে মুশফিককে। এবার ওয়ানডে ইতিহাসের ৫ম উইকেটকিপার হিসেবে ৫০০০ রানের ক্লাবে যোগ দিয়েছেন এই উইকেটকিপার।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে মুশফিক ২০৩টি ম্যাচ খেললেও উইকেটকিপার হিসেবে খেলেছেন ১৯১টি ম্যাচ। ১৯১টি ম্যাচে ১৭৮ ইনিংসে ৫০০০ রান পূর্ণ করেন মুশফিক। এই তালিকায় সবার উপরে রয়েছেন কিংবদন্তী উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

উইকেটকিপার হিসেবে ৩৬০টি ম্যাচ খেলেছেন সাঙ্গাকারা। যার মধ্যে ৩৪০ ইনিংসে করেছেন ১৩৩৪১ রান। সাঙ্গাকারার ব্যাটিং গড় ৪৩.৭৪! তারপরেই রয়েছেন ভারতের কিংবদন্তী উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ৩৪১ ম্যাচ খেলে ৫০.৭২ গড়ে করেছেন ১০৫০০ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ২৮২ ম্যাচে করেছেন ৯৪১০ রান। চতুর্থ স্থানে রয়েছেন জিম্বাবুয়ের ফ্লাওয়ার। ১৮৬ ম্যাচ খেলে ৩৪.৫৮ গড়ে করেছেন ৫৮৪৫ রান।

Check Also

লারাপুত্রের ব্যাটিং গ্রিপের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন শচীন

নিউজ ডেস্ক: ২২ গজে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার উপস্থিতি ছিল উজ্জ্বল। দুজনই ক্রিকেটবিশ্বে নিজেদের …

%d bloggers like this: