দেশজুড়ে ডেস্ক: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল টাকা চক্রের সদস্য এক নারীসহ দুজনকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চাঁদশী এলাকার চাটাবাড়ি ব্রিজের সামনে থেকে সোমবার সকাল ১১টায় উপজেলার কাণ্ডপাশা গ্রামের হুমায়ন কাজীর স্ত্রী ও জাল টাকা চক্রের সদস্য তাছলিমা বেগম ও তার সহযোগী ধুলিয়াল গ্রামের আকফাত হাওলাদারে পুত্র শাহাবুল হাওলাদারকে আটক করে। তাদের কাছ থেকে ৫০০ টাকার ২১টি ও ১০০০ টাকার ১টি মোট সাড়ে ১১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, গত রোজার মধ্যে এরা বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়। সম্প্রতি জামিনে মুক্তি পান।