Home / খেলাধুলা / গোল মিসের খেসারত দিল মোহামেডান

গোল মিসের খেসারত দিল মোহামেডান

স্পোর্টস ডেস্ক: ডাগ আউটে এমনভাবে হাত-পা ছুড়তে আগে কমই দেখা গেছে সৈয়দ নাইমুদ্দিনকে। মোহামেডানের এই ভারতীয় কোচকে কাজটি করতে বাধ্য করেছেন খেলোয়াড়রা। মাঠে যেভাবে গোলের সহজ সহজ সুযোগ নষ্ট করেছেন তার শিষ্যরা, তাতে হাত-পা ছোড়া ছাড়া কিইবা করার ছিল উপমহাদেশের এ অভিজ্ঞ কোচের।

ফুলচান্স-হাফচান্স মিলিয়ে অর্ধ ডজনেরও বেশি গোলের সুযোগ হাতছাড়া করে শেখ রাসেলের সঙ্গে ড্র করে ঘরে ফিরেছে সাদা-কালোরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহামেডান ও শেখ রাসেলের মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসু, এনকোচা কিংসলে ও এমিলি-তকলিসরা এ ম্যাচে গোলমিসের মহড়াই দিয়েছেন। প্রাপ্ত সুযোগগুলোর অর্ধেক কাজে লাগাতে পারলেও বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো মোহামেডান।

এ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান সাতে। এ দুই দলের ম্যাচ দিয়ে শেষ হলো লিগের সপ্তম রাউন্ড। শুক্রবার লিগের কোনো খেলা নেই।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: