স্পোর্টস ডেস্ক: রেকর্ড অর্থের বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়া ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। এবার খবর চাউর হচ্ছে, নেইমার নাকি তার সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে গোপন চুক্তি করেছেন! স্প্যানিশ সংবাদপত্র ‘প্ল্যানেট স্পোর্টস’ এই নিউজে দুই বার্সা তারকা লিওনেল মেসি এবং লুইস সুয়ারেসের বক্তব্য পাওয়ার দাবিও করেছে! এর মধ্যেই খবর এল, নেইমার ২০১৯ দলবদলের বাজারে আবারো স্পেনে ফিরতে চান। স্প্যনিশ সংবাদমাধ্যম ‘ডন ব্যালন’ জানিয়েছে, বার্সেলোনার উরুগুয়ইয়ান সুপারস্টার লুইস সুয়ারেসকে নাকি নেইমার তার এমন ইচ্ছার কথা জানিয়েছেন।
সেখানে তিনি একাই নন, মোনাকো থেকে পিএসজির ধারে আনা কিলিয়ান এমবাপ্পেকে স্প্যানিশ লা লিগায় নিয়ে যেতে চাইছেন নেইমার। এছাড়া ‘ডিয়ারিও গোল’ এ মেসির বরাত দিয়ে জানানো হয়, নেইমার রিয়ালে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা দখল করতে! কারণ এরই মধ্যে সি আর সেভেন নাকি জানিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। এই সুযোগে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারের বাবার সঙ্গে এখনই প্রাথমিক কথাবার্তা এগিয়ে রেখেছেন। নেইমারকে দিয়েই নাকি রোনালদোর অভাব পূরণ করতে চান পেরেজ