Home / জাতীয় / গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী

গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী

নিউজ ডেস্ক : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ……..’ গানের রচয়িতা সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। যুক্তরাজ্য প্রবাসী গাফফার চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

৮৩ বছর বয়সী গাফফার চৌধুরী গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার মেয়ে বিনীতা গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা। গাফফার চৌধুরীর ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে।

তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রোববার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: