Home / বিনোদন / বলিউড / গায়িকা হিসেবে নিয়মিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর

গায়িকা হিসেবে নিয়মিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক : ‘আশিকি ২’ ছবি দিয়ে অভিষেকেই নজর কেড়েছিলেন তিনি। এরপরেও আরো বেশ কয়েকটি ব্যাবসা সফল ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি।

তবে মজার ব্যাপার হলো শ্রদ্ধা শুধু একজন অভিনেত্রীই নন, গায়িকা হিসেবেও বেশ ভালো সুনাম আছে শ্রদ্ধার।

তাই সম্প্রতি অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন এই নায়িকা।

একটি গানে তার সঙ্গী ছিলো হালের ক্রেজ অরিজিৎ সিং।
গান নিয়ে ভবিষ্যত ভাবনা কি এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধা জানিয়েছে, গানটা তার বিশেষ ভালোবাসা। গান করলে তার মনে হয় আত্মশুদ্ধি হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি তাই গানের দিকেও নজর দিবেন এখন থেকে নিয়মিত।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: