Home / জাতীয় / গাজীপুরে করোনায় আক্রান্ত আরও ১০ জন

গাজীপুরে করোনায় আক্রান্ত আরও ১০ জন

নিউজ ডেস্কঃ গাজীপুরে আরও ১০ জন কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার (১১ মে) জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসমুক্ত হয়ে ২০২ জন  স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এছাড়া এই ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুয়ায়ী, রোববার (১০ মে) ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্ত মধ্যে আটজন সদর উপজেলার ও দুইজন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। সর্বাধিক ১৩৭ জন আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এছাড়া কালীগঞ্জ উপজেলায় ৯৩ জন, কাপাসিয়ায় ৭১ জন, কালিয়াকৈরে ৩৫ জন ও শ্রীপুর উপজেলায় ২৩ জন আক্রান্ত হয়েছেন।

Check Also

এক মাসে চার বলিষ্ঠ নেতা হারাল আ.লীগ

নিউজ ডেস্ক : এক মাসের মধ্যে সামনের সারির চার নেতাকে হারাল বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল …

%d bloggers like this: