Home / জাতীয় / গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬৩৫, মৃত্যু ৩৫

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬৩৫, মৃত্যু ৩৫

নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় দেশের অর্ধশত পরীক্ষাগারে মোট ১২ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৮১টি নমুনা পরীক্ষা হল।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ২৬ জনে।

এই সময়ে সুস্থ হয়েছেন ৫২১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের ‍মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: