আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি কুর্দিস্তান বুধবার তাদের স্বাধীনতা প্রশ্নে দেয়া গণভোটের ফলাফল স্থগিতের প্রস্তাব দিয়েছে। এ গণভোটকে কেন্দ্র করে বাগদাদের সাথে তাদের টানাপোড়নের সৃষ্টি হয়েছে।
এদিকে ইরাক যে কোন আলোচনা শুরুর পূর্বশর্তের অংশ হিসেবে গণভোটের ফলাফল বাতিলের আহবান জানিয়েছে। উল্লেখ্য, কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে দেয়া এ ভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।
কুর্দিস্তানে গণভোটের পাল্টা পদক্ষেপে ইরাক সম্প্রতি ভূ-খন্ডটির বিশাল এলাকা দখলে নিয়েছে যা বছরের পর বছর ধরে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।
রাতে দেওয়া এক বিবৃতিতে কুর্দিস্তান সরকার জানায়, তারা গণভোটের ফলাফল স্থগিতের প্রস্তাব দিয়ে সংবিধান মোতাবেক কুর্দিস্তান সরকার ও কেন্দ্রিয় সরকারের মধ্যে সংলাপ শুরু করবে।