নিউজ ডেস্ক : ঢাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের পাশাপাশি সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় চলাচলরত প্রায় ৯৫ শতাংশ ব্যক্তি মালিকানাধীন বাস-মিনিবাস লক্করঝক্কর। বহুবছর আগেই এসব বাসের আয়ু শেষ হয়েছে।
প্রায় সব বাসেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দেখা যায় না। স্বাচ্ছন্দ্যে যাতায়াতের পরিবেশ নেই। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কিংবা পুলিশের বিশেষ অভিযানের মাধ্যেমে মোটরযান আইন প্রয়োগ করতে গেলে মালিকরা বাস চালানো বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে।
এ সময় পবার পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- বিদ্যমান মোটরযান আইন কঠোরভাগে প্রয়োগ এবং সময়োপযোগী মোটরযান আইন প্রণয়ন করা, রাজধানী ঢাকার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন ধরনের নৈরাজ্য বন্ধে বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ অধিদফতর, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সমন্বিত পদক্ষেপ গ্রহণ।