ফিচার ডেস্ক: যে নারীরা খোলামেলা পোশাক পরেন কিংবা রিপড জিনস পরেন, তাঁদের ধর্ষণ করাটা জাতীয় কর্তব্যের মধ্যে পড়ে! এমন ভয়ংকর ও পাশবিক মন্তব্য করলেন মিসরের রাজনীতিবিদ নাবিহ আল-ওয়াহস। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি টিভি শো-তে এই মন্তব্য করেন তিনি। শো-টির আলোচনা চলছিল দেহব্যবসাসংক্রান্ত একটি খসড়া তৈরি নিয়ে। পেশায় আইনজীবী নাবিহ বলেন, ‘আপনার কি ভালো লাগে যখন একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তাঁর পিছনের অংশ দেখা যায়?’ এর পরই তিনি জানান, তাঁর মতে কোনো মেয়েকে ওই ভাবে হেঁটে যেতে দেখলে তাঁকে ধর্ষণ করা জাতীয় কর্তব্য। যৌন অত্যাচার করা একজন ‘দেশপ্রেমিকের’ কর্তব্য।
এদিকে এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠবে, সেটাই স্বাভাবিক। নারী জাতির সম্পর্কে এমন মন্তব্য যাঁরা করে, এমন করে হিংসায় ইন্ধন জোগায়, তাঁদের যেন আমন্ত্রণ না জানানো হয় সে ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছে ন্যাশনাল কমিশন ফর উওমেন। এমনকি যে চ্যানেলে নাবিহ-এর ওই মন্তব্য সম্প্রচারিত হয়েছে, তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথাও ভাবছে কমিশন। প্রসঙ্গত, ওই আইনজীবী এর আগেও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন।